বুধবার ২৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | গোয়ায় থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের

Sampurna Chakraborty | ২০ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৬Sampurna Chakraborty


মোহনবাগান - ১ (দিমিত্রি-পেনাল্টি)

এফসি গোয়া - ২ (ব্রাইসন-২)

আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের। বেঙ্গালুরুর পর গোয়া। মান্ডবীর তীরে খোয়াল সাত ম্যাচ অপরাজেয় তকমা। শুক্রবার ফাতোর্দায় এফসি গোয়ার কাছে ১-২ গোলে হার বাগানের। হোসে মোলিনার দলের কাছে এটা ওয়েক আপ কল। শুরুতে একবার পিছিয়ে পড়ে সমতা ফেরায়। কিন্তু দ্বিতীয়বার আর হল না। ট্যাকটিক্যাল লড়াইয়ে মোলিনাকে মাত দিলেন মানোলো। আইএসএলে এই নিয়ে তৃতীয়বার মোহনবাগানকে হারাল গোয়া। ১২ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে উঠে এল গোয়া। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে একেই সবুজ মেরুন। এদিন শেষদিকে সাদিকু দুটো নিশ্চিত সিটার মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত। চেন্নাই, কেরল ম্যাচের পুনরাবৃত্তি। কিন্তু রেজাল্ট মিলল না। ঘরের মাঠে দুটো ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স না হলেও প্রয়োজনীয় সময় গোল তুলে নেয় বাগান। শেষ দশ মিনিটে ম্যাচের রং বদলে দেন গ্রেগ স্টুয়ার্ট, আশিক কুরুনিয়ন। এদিনও ৮০ মিনিটের মাথায় গত ম্যাচের সেরাকে নামান মোলিনা। কিন্তু এবার আর অঙ্ক মেলেনি। গ্যালারিতে বসে আফশোস করা ছাড়া কিছু করণীয় ছিল না স্টুয়ার্টের। এদিন মাঠে স্কটিশ তারকার অভাব স্পষ্ট ছিল। 

ঘরের মাঠে শুরুটা ভাল করে গোয়া। বল ধরে খেলার চেষ্টা করে মানোলো মার্কুয়েজের দল। শুরুতে একটু ব্যাকফুটে ছিল সবুজ মেরুন ব্রিগেড। দুই কোচই ৪-২-৩-১ ফার্মেশনে দল সাজান। বাগানের মাঝমাঠে জমাট ভাব ছিল না। বরং গোয়ার মাঝমাঠের দখল নিজের হাতে রাখেন বোরহা। তবে বাঁ প্রান্ত সচল রাখেন লিস্টন কোলাসো। ম্যাচের ১৩ মিনিটে ফুটবল দেবতা গোয়ার সঙ্গ দেয়। ব্রাইসন ফার্নান্দেজের শট টম অ্যালড্রেডের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ভাগ্যের জোরে এগিয়ে যায় গোয়া। কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল ব্রাইসনের সামনে। তাঁর শট তালুবন্দি করেন বিশাল কাইত। প্রথম ৩০ মিনিট কিছুটা ছন্নছাড়া দেখায় বাগানকে। তবে প্রথমার্ধের শেষ কোয়ার্টারে আক্রমণ বাড়ায়। প্রথম সুযোগ ৩৪ মিনিটে। অ্যালড্রেডের হেড বাঁচায় গোয়ার গোলকিপার। তার কয়েক মিনিট পরই সুযোগ পায় দিমিত্রি। কিন্তু বাইরে মারেন অজি তারকা। 

প্রথমার্ধের শেষদিকে গোয়াকে চেপে ধরে লিস্টন, মনবীররা। গোলের সুযোগও আসে। দিমির কর্নার থেকে মনবীরের শট বাঁচান বিপক্ষের কিপার ঋত্বিক। এদিন পুরোপুরি অফকালার জেমি ম্যাকলারেন। প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি অস্ট্রেলিয়ান বিশ্বকাপারকে। তিনি যে মাঠে আছেন, বোঝাই যায়নি। একই অবস্থা গোয়ায় একমাত্র স্ট্রাইকার আর্মান্দো সাদিকুর। প্রাক্তন মোহনবাগানিকে বোতলবন্দি রাখেন মোলিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরানোর সুযোগ পায় বাগান। সাহালের দূরপাল্লার গড়ানো শট বাঁচায় গোয়া কিপার ঋত্বিক। তবে ম্যাচে ফেরার জন্য অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৫৪ মিনিটে বক্সের মধ্যে বল সাদিকুর হাতে লাগায় পেনাল্টি দেন রেফারি ক্রিস্টাল জন। ৫৫ মিনিটে জোরাল স্পট কিক থেকে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। তারকা ফুটবলার গোলে ফিরলেও চিন্তায় ভাঁজ মোলিনার কপালে। পেনাল্টি থেকে দলকে সমতা ফেরানোর তিন মিনিটের মধ্যে তাঁর পরিবর্তে জেসন কামিন্সকে নামান বাগানের স্প্যানিশ কোচ। মাঠ ছাড়ার সময় অসন্তুষ্ট দেখায় পেত্রাতোসকে। কিন্তু বেঞ্চে বসেই উরুতে স্ট্র্যাপ বাঁধতে দেখা যায় দিমিকে। ম্যাচের ৬৮ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় গোয়া। বোরহার ক্রসে নীচু ডাইভিং হেড ব্রাইসনের। এরপরও গোলের সুযোগ পায় দু'দলই। কিন্তু স্কোর বদলায়নি। শুক্র রাতে ডাহা ব্যর্থ বাগানের দুই বিশ্বকাপার ম্যাকলারেন এবং কামিন্স। 


Mohun BaganFC GoaIndian Super League

নানান খবর

নানান খবর

পিএসএলের পুরস্কার মঞ্চে রামিজ একী বলে ফেললেন!‌ যার জন্য ঢোক গিলতে হল

পহেলগাঁও ঘটনায় এবার সরব ক্রিকেটমহল, দোষীদের শাস্তি পেতে হবে, বললেন গম্ভীর

ইংল্যান্ড সিরিজে থাকবেন রোহিত? ভারত অধিনায়ককে কড়া বার্তা অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী নেতার

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

সোশ্যাল মিডিয়া